সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ (সিলেট) থেকেঃ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আকস্মিক বন্যা কবলিত হওয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস।
শুক্রবার পানিবন্দি উপজেলার লামাকাজী ইউনিয়নের মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিশ্বনাথ – ওসমানী নগর আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলী।
খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, পৌর সভাপতি মোহাম্মদ সায়েফ আহমদ,উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, শিহাব উদ্দিন, আব্দুল বারী,আনহার বিন সাঈদ, মাওলানা লুৎফর রহমান, আব্দুস সালাম,মাওলানা জাহেদ আহমদ জেহিন,ছালেহ আহমদ,আব্দুস সালাম প্রমূখ।