সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে মোঃ এনামুল হক( ৩৫) নামের এক যুবকে।সে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মোহাম্মদ ইসাক আলীর ছেলে।
১৭ ই নভেম্বর সকালে নিহতের নিজ বাড়ীর রাস্তায় ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানতে পারেনি।
নিহতের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ী চালক এনামুল দীর্ঘদিন যাবৎ কর্মহীন হয়ে বাড়ীতে বসবাস করে আসছিলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফিরেননি। পরে আজ সকালে বাড়ীর রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়, ঘাতকের অস্ত্রের আঘাতে বিকৃত মুখ ও কপাল। এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশ ষ্টেশনের অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল দেখেছি । হত্যাকান্ডের প্রকৃত কারণ খোঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ নেওয়া হবে।
সমুজ আহমদ সায়মন
বিশ্বনাথ সিলেট।
০১৮২৫৪৪৯৩১১