ডেস্কঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার মকরম আলী নামের এক দুর্ধর্ষ ডাকাত কে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইর্শাদ আলীর পুত্র বলে জানা গেছে।
২১/০৫/২০২৩ খ্রিঃ রাতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান এর নির্দেশনায় এসআই শাহপরান মোল্লা ও এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মকরম আলী কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক মকরম আলীর নামে ডাকাতি মামলার
ওয়ারেন্টসহ মোট ৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার মকরম আলী অত্যন্ত সু-কৌশলে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।