ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী মাধবপুর পুরাতন জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে।
রবিবার ১৪ ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত স্হানীয় উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের দিঘলী মাধবপুর পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দিঘলী রামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ ফজলুর রহমান কবির খান্দানী।
প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী হবিগঞ্জ।
ফতেহপুর মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মাওলানা আবু আলী মো: সিকন্দর ও সৎপুর কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন বাহারীদ্বয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফারুক আহমদ লস্কর হবিগঞ্জী, গোবিন্দনগর ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল সুবহান, দিঘলী রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুর আলী, মাওলানা আব্দুল নূর মাধবপুর, অত্র জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারী আব্দুল বাসিত শাহীন, দিঘলী চাকল পাড়ার হাফিজ ক্বারী মারুফ আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র লামাকাজী ইউনিয়ন সহ সভাপতি মাওলানা ছাদিকুর রহমান মাসুক, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান, ১নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড আল ইসলাহ’র সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ দক্ষিন উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজন, গোবিন্দগন্জ বায়তুন নাজাহ জামে মসজিদের ইমাম হাফিজ শাহিন আহমদসহ প্রমুখ।