মো: আব্দুল হালিম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি : অনেক জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর হচ্ছে এই নির্বাচন। গত ২৪ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়।
উপজেলার দশঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে গতকাল ১অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকার সময় সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান উপজেলা যুবলীগ নেতা মো: লালা মিয়া বিশ্বনাথ উপজেলা নির্বাচন কমিশন অফিসারের হাতে নমিনেশন দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহেল মিয়া,প্রস্তাবকারী মো: দুদু মিয়া, সমর্থনকারি ও ফ্রেন্ডস পাওয়ার ক্লাব সিলেট এর আওতাধীন বিশ্বনাথ উজেলা শাখার আহ্বায়ক ঝুমন আহমদ। অতপর প্রার্থী লালা মিয়া ওয়ার্ডবাসী সকলের দোয়া, ভোট ও সহযোগিতা কামনা করেন।