মোঃআব্দুল কাইয়ুম, বিশ্বনাথ প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নের অন্তর্গত চারিগ্রাম আঞ্চলিক শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
৬ই ডিসেম্বর(শুক্রবার)বিকেলে চারিগ্রাম আঞ্চলিক শাখার কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলার সভাপতি (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নের সভাপতি আহসান উদ্দিন, সাধারণ সম্পাদক মুবাশ্বির আহমদ, রাজাগঞ্জ বাজার কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আবদুল গাফফার লিমন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নাঈম উদ্দীনকে সভাপতি ও তানভীর আহমদকে সাধারণ সম্পাদক এবং আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ সভাপতি সৈয়দ আবু সুফিয়ান, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী রাকেল, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুন্না, প্রচার সম্পাদক আবু রায়হান, সহ প্রচার সম্পাদক ইমন আহমদ, অর্থ সম্পাদক আবু তাহের শাফি, সহ অর্থ সম্পাদক ছাইম আহমদ, অফিস সম্পাদক লুকমান আহমদ, সহ অফিস সম্পাদক আবু সালেহ, প্রশিক্ষণ সম্পাদক আবুল হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক জাবের আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আলী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ।
নির্বাহী সদস্য- সুমন আহমেদ, সামসুল আহমেদ, রাহুল আহমেদ, সাহেদ আহমদ, মুজাক্কির আহমদ, ফাহিমুল, আল আমীন।