মো আব্দুল হালিম,বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিখোঁজের একদিন পর ডোবা থেকে রবিউল ইসলাম(১২)নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের আকবর আলীর ছেলে ও এলাকার গোয়াহরি লতিফিয়া ইর্শাদিয়া মাদরাসার তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র।
আজ মঙ্গলবার(১৩ অক্টোবর) সকালে রামপাশা-বৈরাগী বাজার সড়কের বাল্লার ব্রীজের পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউলের শরীরের বিভিন্ন স্হানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারনা কে বা কারা হত্যা করে লাশ ফেলে যায়।
স্হানীয় সুত্রে জানা যায়,নিহত রবিউল গতকাল(১২ অক্টোবর) সোমবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু পরিবারের লোকেরা সম্ভাব্য সকল স্হানে অনেক খোঁজা – খোঁজি করেও সন্ধান না পাওয়ায় ঐ দিন বিকেলে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আজ সকালে রামপাশা-বৈরাগী বাজার সড়কের বাল্লার ব্রিজের পাশে একটি ডোবায় রবিউল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। অতপর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত রবিউলের পিতার অভিযোগ তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন-লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন এটি একটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা চেষ্টা চালাচ্ছি।
Leave a Reply