ফারুক আহমদ, বিশেষ প্রতনিধি: গতকাল বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর রাতে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, সশস্ত্র একদল ডাকাত উপজেলায় ডুকে পড়েছে।পুলিশের কাছ থেকে খবর পেয়ে জনপ্রতিনিধিরা সতর্ক করেন স্ব স্ব এলাকার সাধারণ মানুষকে।
বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি। শেষ পর্যন্ত ডাকাত ঠেকাতে রাতজেগে পাহারা দেন গ্রামের ও স্হানীয় লোকজন।
ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। গতকাল রাতে উপজেলার বিভিন্ন গ্রামে এই ডাকাত আতংঙ্ক ছড়িয়ে পড়ে।
স্হানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ প্রসাশন সুত্রে জানা গেছে বিশ্বনাথ উপজেলায় আটটি ইউনিয়নে প্রায় ৪০০ গ্রাম আছে। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ইউরোপসহ বিভিন্ন দেশে অবস্তানরত প্রবাসী অধ্যুসিত এলাকা। ফলে শীতের সময়ে এসব প্রবাসীরা দেশে আসেন। সে কারনে বছরের এই সময়ে ডাকাতির ঘটনা ঘটে থাকে।
গতকাল বিশ্বনাথ উপজেলায় ডাকাত ডুকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করলে শেষ পর্যন্ত ডাকাত আতংঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন গ্রামবাসী। রাত জেগে পাহারা দিয়েছেন।
এবিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা “ এশিয়ান এক্সপ্রেস ২৪ ডটকম “ কে বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিলো সুনামগন্জের ছাতক থেকে সশস্ত্র ডাকাত দল আমাদের উপজেলায় ডুকেছে। এমন খবরে আমরা টহল বাড়িয়ে দেই এবং জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করে সতর্ক থাকার পরামর্শ দেই। আমাদের এবং স্হানীয় বাসিন্দাদের সতর্কতার কারনে বৃহস্পতিবার রাতে কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি।
এখন থেকে আমাদের ১১টি টহল দল রাতে উপজেলায় টহল দিবে।