সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’তলা নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে।
আজ (১৭ ফেব্রুয়ারী) দুপূর ১ ঘটিকায় এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে, উপ-সহকারী প্রকৌশলী স্থানীয় সরকার বিশ্বনাথের প্রদীপ চন্দ্র, ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম, বাবু শংকর চন্দ্র ধর, মাষ্টার আব্দুশ শহীদ,নুর মিয়া, শামীমা বেগম, বিশিষ্ট মুরব্বি নুর মিয়া, আপ্তাব আলী, ওয়ারিছ আলী, কামাল উদ্দিন, সামছুল হক, ঠিকাদারের প্রতিনিধি আমজদ হোসেন, মাওলানা ওলিউর রহমান প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুক আহমদ।
ঠিকাদারী প্রতিষ্টান এ এস বি রাগীব এন্ড আয়মান এন্টারপ্রাইজ, চামেলী বাগ ঢাকা।