মোঃ আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ থেকে:
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে সিলেট জেলা জাতীয় পার্টি আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৮ই ডিসেম্বর বিকেলে এম এ রবের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিকী।
এসময় পল্লিবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে জাপা নেতৃবৃন্দরা দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত ও কর্মী সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা করেন।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক পার্টি সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টি সাধারণ সম্পাদকএস এম রফিক আহমদ, জাপা নেতা আফজল আলী তালুকদার,রহমত আলী ভরসা,আক্তার হোসেন, আব্দুল মতিন রাজু।
উপস্থিত ছিলেন, শাহজান আহমদ ময়ুর, আকবর আলী, আলতাফুর রহমান, সাদেক আলী, সুহেল তালুকদার, ইব্রাহিম আলী, আলা উদ্দীন, নজির আহমদ, ছামির আলী, সিরিজ মিয়া,আতাউর রহমান, হাবিবুর রহমান, আবরুজ আলী, সেবুল,অৃল বাবু, ইছিব আলী, জামাল মিয়া, ফয়জুল ইসলাম,রফিক আলী, আতর আলী, আলতাব মিয়া, জাবেল হোসেন, কামাল মিয়া সহ প্রমুখ।