ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দীর্ঘ চৌদ্দ বছর ধরে মানসিক অসুস্হ ঘরবন্দি এক ব্যক্তির চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।
আজ সোমবার ১২ জুলাই দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরী গ্রামে তিনি (ইউএনও) ডাক্তার ও নরসুন্দর সঙ্গে নিয়ে মানসিক বিকাগ্রস্ত যুবক অর্জুন দাস বেনু’র বাড়িতে যান।
এসময় তার সাথে কথা বললে, সে স্যালুট জানায় ইউএনওকে। পরে তার পরিবারের সদস্যরা জানান, নিয়মিত ঔষধ ও চিকিৎসা দিতে না পারার কারণে সে অস্বাভাবিক আচরন করছে, তাই তারা (অভিভাবক) অপারগ হয়ে তাকে প্রায় ছয় বছর ধরে ঘরবন্দি করে রেখেছেন।
এক পর্যায়ে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে যুবককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে যুবকের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন তিনি (ইউএনও)।
তিনি আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন, নিয়মিত চিকিৎসা ও সকলের ভালোবাসায় সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে সে। তার বড়ভাই ঝুনু দাস বলেন, আমার ভাইয়ের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করায় ইউএনও স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।