ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে গোয়াল ঘরের দরজার লক ভেঙ্গে ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ২৬ জুন দিবাগত রাতে স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়ন’র আতাপুর (গঙ্গাপুর) গ্রামে মাস্টার রইছ উদ্দিন’র বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে।
সরজমিনে গেলে, গরুর মালিক মাস্টার রইছ উদ্দিন ও মো: গনি মিয়া বলেন, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার গরু ৫ টি ঘরের ভিতরে রেখে দুটি তালা দিয়ে লক করে রাখি। ভোরে উঠে দেখি গোয়াল ঘরের দরজার দুটি লক ভেঙ্গে চুরেরা গরু গুলি চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া ৫টি গরুর বাজার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা হবে।
গরু চুরির বিষয়ে স্হানীয় ইউপি সদস্য মো. নুরুজ্জামান বলেন এলাকায় গরু চুরির উপদ্রব খুব বেশি বৃদ্ধি পেয়েছে। আজকে আমার গ্রামে ৫ টি গরু চুরি হয়েছে। বিগত ১৬ জুন বিশ্বনাথ সদর ইউনিয়ন’র সরোয়ালা গ্রামে এরকম আরেকটা ঘটনা ঘটেছে।
তাই আমি বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর মহোদয়কে গরু চুরদের বিষয়ে গুরুত্বসহকারে প্রদক্ষেপ নেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply