সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথে দিনমুজুর নিজাম উদ্দিনকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক পরিচালিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে।
৯ই জানুয়ারী সোমবার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী খাজাঞ্চি
ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেলিম আহমেদের আর্থিক ব্যবস্থপনায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গমরাগুল পূর্ব পাড়া নিবাসী দিনমুজুর নিজাম উদ্দিনের বাড়ীতে গিয়ে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,খাজাঞ্চী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২ আব্দুর রব রাজু,ট্রাস্টের বাংলাদেশ শাখার আহবায়ক সায়েস্তা মিয়া,সাংবাদিক সমুজ আহমদ সায়মন,ট্রাস্টি ইরন মিয়া,সাহাব উদ্দিন প্রমূখ।