সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট)থেকেঃ “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” সিলেটের বিশ্বনাথে আর্ত মানবতায় সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ কে গৃহ নির্মাণে নগদ অর্থ প্রদান করেছে।
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই সামাজিক সংগঠনটি সমাজের অসহায়, দরিদ্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন যাবৎ। আজ (৮ এপ্রিল বৃহস্পতিবার ) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিলে আলোর কুড়িঁর সদস্য আজিমুর রহমান হামিম ও আতিকুর রহমান তোয়াছিন লামাকাজী ইউনিয়নের সৎপুর নিবাসী সুন্দর আলীর মায়ের হাতে গৃহ নির্মাণে নগদ ২৩ হাজার টাকা তুলে দেন।
যাদের সহযোগীতায় আর রহমান এডুকেশন ট্রাস্ট এই অনুদান প্রদান করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফাতিমা আক্তার নার্গিস, ইমাম নুরুর রহমান, মাও:সিদ্দিকুর রহমান, মুরশিদা খাতুন সহ অনেক গুনীজন।