সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ
মাহে রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৫০০ দরিদ্র পরিবারকে খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ হতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সিলেট শহরতলীর আল নূর মসজিদে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠান শেষে ইউনিয়নের নয়টি ওয়ার্ড সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর ফলিক এম চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, মানুষকে সাহায্য করতে হলে মন মানসিকতার প্রয়োজন। অনেকের সামর্থ্য আছে কিন্তু দান করার ক্ষমতা নেই। দান করার মন মানসিকতা নিয়ে যেভাবে খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কের নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন এজন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন। তিনি আরো বলেন প্রবাসীরা বাংলাদেশের দুর্দিনের বন্ধু। যে সময় দূর্যোগ আসে তখনই প্রবাসীরা দেশের মানুষের পাশে দাঁড়ান।
দেলওয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারওয়ার কবির।শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম আযম মন্জু ও মনসুর আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নুর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, আমিনুর রহমান, তাজ উদ্দিন, রিপন মিয়া,মাসুক মিয়া,মিয়াদ আহমদ তালুকদার প্রমূখ।
Leave a Reply