আব্দুল কাইয়ুমঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২রা মার্চ শনিবার রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপ্তের পর পুরস্কার বিতরণ করা হয়েছে।
ফাইনাল খেলায় ফেডারেশনের সভাপতি ফারহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদের পরিচালনায় শুভ উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন টরেন্টো বাংলা পাড়া ক্লাবের চেয়ারম্যান এম আর আজিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল বশর ফারুক, সাবেক মেম্বার আমীর আলী, প্রবাসী দুলাল মিয়া, দুলাল আহমদ, রমজান আলী সহ প্রমুখ।
খাজাঞ্চি ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউ কেএর আয়োজনে ও আমেরিকা প্রবাসী রায়হান আহমদের সার্বিক সহযোগিতায় খেলাটি পরিচালায় ছিলেন ফেডারেশন কাপ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।
সাংবাদিক আব্দুল কাইয়ুমের প্রাণবন্ত ধারাভাষ্যে শুরু হওয়া খেলায় তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব বনাম শুভেচ্ছা ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ টি জয়লাভ করেছে তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব।
খেলার প্রথম পুরস্কার মোটর সাইকেল ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ স্পনসর করেছেন ভি-সেভেন ইউ কে।
খেলায় টুর্ণামেন্ট সেরা ব্যাটসম্যান, ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা রান ও সেঞ্চুরিয়ায় হয়েছেন তরুণ প্রতিভার সারোয়ার,সেরা অলরাউন্ডার হয়েছেন ইউনিটি ক্রিকেট ক্লাবের রাসেল এবং সেরা বোলার তরুন প্রতিভার রায়হান।
এ সময় উভয় দলের সমর্থক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।