বিশ্বনাথ প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি, কৃষিতেই উন্নতি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এমন স্লোগানকে ধারণ করে বিশ্বনাথ উপজেলার ৪ শত কৃষক পেলেন কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় নগদ অর্থ ও বিনা মূল্যে আগাম শীতকালীন সবজী বীজ সহায়তা। সহায়তা প্রাপ্ত প্রত্যেক কৃষককে নগদ ১ হাজার টাকা ও বিভিন্ন জাতের ৮ প্রকার সবজী বীজ প্রদান করা হয়। ১ হাজার ২ শত ৫০ গ্রাম করে আগাম শীতকালীন চাষাবাদের জন্য উপযোগী এমন ধরনের বীজই কৃষকদের কে দেওয়া হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে।।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে আগাম শীতকালীন সবজী (উপসী) বীজ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপ-সহকারি কৃষি অফিসার মো: কামরুজ্জামান এর পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
এসময় প্রধান অতিথি সুনন্দা রায় কৃষকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন; খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের খাদ্য ঘাটতি মেটাতে পতিত (খাস) জমি চাষাবাদের আওতায় আনার কাজ করছে সরকার। যে সমস্ত জমি এখনও পতিত পড়ে থাকে এগুলো চাষাবাদের বাহিরে না রেখে আবাদের আওতায় আনতে কাজ করছে বিশ্বনাথ উপজেলা কৃষি প্রশাসন। আপনারা (কৃষকরা) যদি পতিত জমি – ঘর বাড়ির আঙ্গিনায় শাক-সবজি উৎপাদন করেন তাতে খাদ্য ঘাটতি মিটবে এ লক্ষ্যে সহায়তা করছে কৃষি দপ্তর। তিনি উপস্থিত উপকারভোগীদের পরামর্শ দিয়ে বলেন; আজকে যারা নগদ অর্থ ও বীজ পেলেন, এগুলোর সদ্ব্যবহার করেন তাতে নিজের খাদ্য চাহিদার পাশাপাশি আয় করতে পারবেন। বাজার স্থিতিশীল রাখতে নিজের উৎপাদিত সবজী, তরিতরকারি মধ্যস্বত্তভোগী না ধরে সরাসরি বাজারজাত করুন। এতে করে মধ্যস্বত্তভোগীরা লাভবান হবে না, লাভবান হবেন আপনি নিজেই। তিনি এসময় আরো বলেন, কৃষকদের উৎপাদিত সবজি, তরিতরকারি সরাসরি বাজারজাত করতে উপজেলা কৃষি অফিস ও প্রশাসন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও কৃষকের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা উপ-সহকারী ( উদ্ভিদ) কৃষি কর্মকর্তা মনুজ কান্তি দেব নাথ সহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।