বার্তা বিভাগঃ সিলেট পল্লী বিদ্যুতায়ন সমিতি (২) এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন মূলক কাজের জন্য সিলেটের বিশ্বনাথ উপজেলায় সকাল ৮ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া দক্ষিণ সুরমা ও ওসমানী নগর উপজেলায় ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ বলেন, ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত কাজের জন্য দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথের বেশিরভাগ এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে এর আগেই মেরাতম কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।