ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘ আরব আলী আকলিমা খাতুন ট্রাস্ট ইউকে’ নামের একটি স্বেচ্ছাসেবী দাতা সংগঠন।
আজ বোধবার (১৪ জুলাই) বাদ আসর উপজেলার প্রীতিগন্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গনে ক্যান্সারে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য এই নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ এ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লোকমান উদ্দিন’র পক্ষ থেকে আপন ভাই জসিম উদ্দিন ক্যান্সারে আক্রান্ত মো: আস্তফা মিয়া’র চিকিৎসার জন্য তার (রোগীর) চাচাত ভাই মো. মুসলিম আলী পিতা মৃত মকরম আলী এর হাতে নগদ ৩৫ হাজার টাকা তুলে দেন।
জানা যায়, উপজেলার খাজান্সী ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আরিছ উল্লাহ’র ছেলে মো. আস্তফা মিয়া দীর্ঘদিন ধরে মরন ব্যাধি ক্যান্সার ভুগছিলেন। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই ‘এ এ ট্রাস্ট ইউকে ’ তার পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। তারা সেইসাথে অসহায় রোগীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নগদ অর্থ প্রদানকালে উপস্হিত ছিলেন স্হানীয় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, আনজুমানে আশিকানে মুস্তফা সা: এর সভাপতি মাওলানা আব্দুল করিম, প্রীতিগন্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আফরুজ আলী, মো. ফেরদৌস আহমদ, সাংবাদিক ফারুক আহমদ ও প্রয়াগ মহল জামে মসজিদের ইমাম মাওলানা কয়েছ আহমদ।