বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা।
বুধবার (২২ শে মে) বিকেলে পৌর এলাকায় এ কৃতি সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র মজলিসের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আল আমীনের পরিচালনায় প্রধান অতিথি হিসসংবর্ধনা সভায়মবক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র মজলিসের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা ছাত্র মজলিস সভাপতি ইমদাদুল হক ইমরান,খেলাফত মজলিস সিলেট জেলা পশ্চিমের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট জেলা পশ্চিমের বায়তুলমাল সম্পাদক রেজাউল করিম সাব্বির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক রেজাউল করিম ,হাফিজ বায়োজিদ, বিশ্বনাথ দারুলউলুম কামিল মাদ্রাসা শাখার সভাপতি আতিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পবিত্র কুরআন তেলোয়াত করেন বায়োজিদ আহমদ।
পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আগত অতিথিরা।