বিশ্বনাথ প্রতিনিধিঃ
বন্যায় পুরো গ্রাম ছিল কবলিত। মাথা গোজাঁর ঠাই ছিল না গ্রামের মানুষের। বসতঘরে পানি উঠায় গ্রামের সবাই চলে যায় অন্যত্র। মঙ্গলবার (২৪ মে) পানি কিছুটা কমে যাওয়ায় লোকজন গ্রামে আসেন। মঙ্গলবার এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট গ্রাম সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের শ্রীমুখ গ্রামের বাসিন্দাদের খোঁজ খবর নিতে যান বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. নুনু মিয়া।
তিনি শ্রীমুখ গ্রামে গিয়ে গ্রামের মানুষের মধ্যে শুকনো খাবার ও হাঁস, মোরগ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. নুনু মিয়া বলেন, বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা দুরের কথা বিএনপি তাদের খোঁজ খবর পর্যন্ত নেয়নি।
উপজেলার কোন জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া বিএনপি ত্রাণ বিতরণ করেনি। জনগণের পাশে না থেকে বিএনপি কিভাবে ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ বিএনপির। বিএনপি আজ জনবিচ্ছিন্ন। তিনি আরো বলেন, বন্যা আসার পর থেকে এখনও মানুষের পাশে আছি, থাকব। একজন জনপ্রতিনিধি হয়ে যা করার জনগণের জন্য করে যাব।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও অন্যান্য নেতৃবৃন্দ।