বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ আগস্ট) উৎসব মুখর পরিবেশে কোন প্রকার ঝামেলা ছাড়াই একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৮০১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে পুরুষ অভিভাবক পদে ভিন্ন ভিন্ন প্যানেলে মোট ১৭ জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ অভিভাবক পদে উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন প্যানেলের ৪ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ১জন প্রার্থী মিলে মোট ৫জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ২৬৪ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন ইসলাম উদ্দিন, ২৪৮ ভোটে ২য় হয়েছেন ফয়জুন নুর, ২৩৪ ভোট পেয়ে মোঃ ফিরোজ আলী ৩য় ও ২২৫ ভোট পেয়ে মোঃ বিলাল উদ্দিন ৪র্থ হয়েছেন। মহিলা অভিভাবক পদে ২৭৩ ভোট পেয়ে ৩ জন প্রার্থীর মধ্যে ১ম হয়েছেন মোছাঃ শাহনাজ পারভীন।
অন্যান্য প্রার্থীর মধ্যে সৈয়দ আতিকুর রহমান ১৬৪ ভোট, আব্দুস শহীদ ১২৪ ভোট, আব্দুন নুর ৭২ ভোট, কাসিদ আলী ৯৯ ভোট৷ মোঃ গোলাম হোসেন ১৪৪ ভোট, মোঃ জামাল আহমদ ৮৩ ভোট, দেলওয়ার হোসেন আহমদ ৬৭ ভোট, সৈয়দ পায়েল আহমদ ১১ ভোট, মুজিবুর রহমান ২২ ভোট, মোঃ সাইদুর রহমান ১৬০ ভোট, সাদত আলী ৮৯ ভোট, সুরুজ মিয়া ১০৯ ভোট ও সেবুল মিয়া ১৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বিশ্বনাথ উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ।
নির্বাচনে ভোট গণনার ফলাফল ঘোষণা ও রেজাল্ট সীটে স্বাক্ষর করে প্রার্থীদের হাতে হাতে প্রদানের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেন প্রিজাইডিং অফিসার।
এরপরই বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থক ভোটাররা আনন্দ উৎসবে মেতে উঠেন এবং মিষ্টি বিতরণ করেন একে অপরের মাঝে।