বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সবজির বাজার দর সহনীয় রাখতে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬শে অক্টোবর) দুপুরে বিশ্বনাথের পৌরশহরে নতুন বাজার ও পুরান বাজারে মনিটরিং এ আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের ।
এ সময় নিত্য প্রয়োজনীয় সবজি বাজার পোল্ট্রি, ডিম, মোদি দোকানের পণ্য সহ বিভিন্ন দোকান তিনি পরিদর্শন করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এ সময় অনেক দোকানী মালামাল রেখে সটকে পড়েন। কিছু দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় ও ক্রয়মূল্যের রিসিটের সাথে বিক্রয়মূল্যে ব্যবধান বেশী থাকায় তাদের মৌখিকভাবে সর্তক করে দেন। অনেক দোকানী কে প্রশাসনের সাথে বাজার কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে সরাসরি যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতেও বলেন।
এছাড়া অবৈধ ভাবে দোকানের সম্মুখে ফুটপাত দখল করে রাখা অংশ সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। আজকের মধ্যে এসব দোকান সরিয়ে না নিলে ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানে দোকান না বসালে পরবর্তীতে উচ্ছেদ ও মালামাল তুলে নেওয়া হবে জানান মনিটরিং পরিচালনার প্রধান আলা উদ্দিন কাদের।
অভিযানের সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী মনুজ কান্তি দেব নাথ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবুল বশর জুয়েল, পৌর সভার লাইসেন্স পরিদর্শক মোতালেব হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
এ সময় বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও সিন্ডিকেট করে যাতে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।