ফারুক আহমদ,বিশ্বনাথ সিলেটঃ
সিলেটর বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্থানীয় সাবেক এমপি নিখোঁজ ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।
বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ইং পৌর শহরের নতুন বাজারের শেখ তাহির মার্কেটস্থ নতুন দলীয় কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
কার্যালয় উদ্বোধনকালে তাহসিনা রুশদীর লুনা বলেন, বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপির ঘাঁটি। সেই ঘাঁটিকে ধরে রেখেছেন নিখোঁজ এম. ইলিয়াস আলীর কর্মীরা। আর স্বামীর অবর্তমানে আমি আছি তাদের পাশে। একদিন তিনি (ইলিয়াস) জনতার মাঝে ফিরে আসবেন, আর সিলেট ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনও করবেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক বসির আহমদ প্রমুখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।