বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলা আল ইসলাহ’র মাসিক সভা শনিবার ৫ মার্চ মাদ আছর পৌর শহরের শহীদ গুলজারে আলম মাদরাসায় অনুষ্টিত হয়েছে।
উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আখতার আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় অনুষ্টিত সভায় আগামী মঙ্গলবার ৮ মার্চ কমিটির অভিষেক অনুষ্টানে সিলেট জেলা অফিসে যাওয়া, নিয়মিত মাসিক চাঁদা প্রদান ও পরবর্তী সভার তারিখ নির্ধারণসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দাল হোসেন।
এসময় উপস্হিত ছিলেন সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সহ প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম ইকবাল, অর্থ সম্পাদক শেখ মো. সাইদুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মো. ছালেক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ইমাদ উদ্দিন দয়াল, কার্যকরি সদস্য হাফিজ মাওলানা শফিকুর রহমান, মাওলানা মো. মনোহর আলী, মাওলানা মো. আব্দুল করিম ও মাওলানা ফারুক আহমদ।
Leave a Reply