ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণীর ছাত্রীর এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাওয়ার সময় ইভটিজিং করায় ফখরুল হোসেন নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
যুবকের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পুর্ব পাড়া গ্রামে। সে ঐ গ্রামের মখলিছ আলীর ছেলে। শনিবার ১৯ জুন সকাল ১১ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
জানা যায় স্কুল পড়ুয়া ওই ছাত্রী এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল তখন ফখরুল তাকে তার ফাঁকা বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় হাত ধরে টানাটানি করে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্হলে উপস্হিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন চন্দ্র দাশ।
এ বিষয়ে উপজেলা ইউএনও বলেন; স্কুল পড়ুয়া কিশোরীকে এসাইনমেন্ট জমা দিতে স্কুল যাওয়ার সময় আসামির নিজ বাড়ির সামনে ইভটিজিং করার দায়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।