বিশ্বনাথ প্রতিনিধিঃ
জরুরী চিকিৎসা সেবায় সড়ক পথে পুরো সিলেট বিভাগে ওয়ান স্টপ সার্ভিস দিতে সর্বাধুনিক প্রযুক্তির আই সি ইউ, সি সি ইউ সম্মিলিত এ্যাম্বুলেন্স সার্ভিস অল্প খরচে প্রদান করছে ইনসানিয়া।
২৭ ফেব্রুয়ারী দুপুর ২ ঘটিকায় বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের রামপুর পুরান বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভা ও এ্যাম্বুলেন্স প্রদর্শনীতে ছহিফাগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইংল্যান্ডের নর্দাম্পটন মসজিদের ক্যাশিয়ার, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে’র ক্যাশিয়ার বিশিষ্ট কমিউনিটি নেতা রামপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী ( আলিম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: আব্দুল মুনিব ইমন, অপারেশন ম্যানেজার ইনসানিয়া। বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবী সাজিদুর রহমান সুহেল, সাজ্জাদুর রহমান সজ্জাদ মেম্বার,
রামপুর জামে মসজিদ এর মোতাওয়াল্লি বদরুল আলম, সমাজসেবক আব্দুল কাইয়ুম, সিলেট হার্ট ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাক্তার ফখরুজ্জামান শাহীন, সহ এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ।
ইনসানীয়া এ্যাম্বুলেন্স সার্বিস যুক্তরাজ্যে বসবাসরত ৮ বাংলাদেশী সুনামধন্য ব্যাক্তি যৌথ ভাবে পরিচালনা করছেন চেয়ারম্যান আব্দুল আলী, ম্যানেজিং ডাইরেক্টর আব্দুর নুর মোহন, পরিচালক যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক, গিয়াস উদ্দিন, আমিনুর চৌধুরী, আব্দুল মুবিন, হাসান মাহমুদ, আব্দুল কাদির।
কম খরচে এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সার্বক্ষণিক যোগাযোগ, হট লাইনঃ 01310959690