ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আনজুমানে আশিকানে মুস্তফা স: পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার ২ রা মে স্হানীয় উপজেলার দুর্লভপুর গ্রামে পরিষদ’র সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন’র বাড়িতে এ মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
ইফতার পূর্ব মিলাদ ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন, সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা ছয়ফুল আলম।
এসময় উপস্হিত ছিলেন প্রিতীগন্জ বাজার কমিটির সভাপতি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো: আব্দুল গফুর, পরিষদের প্রশাসনিক সম্পাদক ও খাজান্সী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমদ, ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মো: নুরুজ্জামান, সৌদি আরব প্রবাসী ফারুক আলী, রইছ আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব লালু মিয়া।
অন্যান্যের মধ্যে আরো উপস্হিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিম, সহ সভাপতি তারেক আহমদ, মাওলানা ফেরদৌসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, পরিষদের সাধারন সম্পাদক বায়েজিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সেজু, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াছির আহমদ, আক্তার হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সহ অফিস সম্পাদক আব্দুস ছালাম, প্রচার সম্পাদক ইউসুফ আলী সুজন, সহ প্রচার সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর, তথ্য ও যোগাযোগ সম্পাদক সাংবাদিক মো: আব্দুল হালিম, সহ তথ্য ও যোগাযোগ সম্পাদক জাকির হোসেন , নির্বাহ সদস্য মুহিবুর রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ছয়ফুল আলম।