বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ‘আশা’র প্রতিষ্টাতা-প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর স্মরণে ৩ দিন ব্যাপী বিশেষ ফিজিওথেরাপী ক্যাম্প সম্পন্ন হয়েছে।
‘আশা’ এর আয়োজনে লামাকাজী ইউনিয়ন পরিষদ হলরুমে সোম, মঙ্গল ও বুধবার (২২,২৩ ও ২৪ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ওই ক্যাম্পে ৩ জন ডাক্তার, ৬ জন নার্সের মাধ্যমে ফিজিওথেরাপীসহ প্রায় ১৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান ও ৩ জন রোগিকে ফ্রি হুইল চেয়ার প্রদান করা হয়।
এছাড়া হাতের কনুই, পায়ের হাটু, কোমর ও গলায় ব্যথাকারী রোগিতে একটি করে বেল্ট প্রদান করা হয়। সোমবার (২২ মে) সকালে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপীর উদ্ভোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। উদ্ভোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘আশা’র সিলেট ডিবিশনাল ম্যানেজার মো. রুহুল আমিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ শান্তি মিয়া, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার এম,জি, রায়হান। এসময় উপস্হিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সোহাদা বেগম, দিলারা বেগম, সদস্য মো. আফজল হোসেন, লালু মিয়া, জিসু আচার্য্য, ‘আশা’র এডুকেশন অফিসার হাবিবুর রহমান, লামাকাজী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক, ইউডিসি মো, শাহজাহান, খাদিজা বেগম, সুমি বেগম প্রমুখ।