ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে সৎপুর কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ও প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা রইছ উদ্দিন হামজাপুরী রহ: ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের হামজাপুর গ্রামের মরহুমের বাড়ীর উত্তরের মাঠে এ মাহফিল অনুষ্টিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথির ওয়াজ পেশ করেন হাফিজ মাওলানা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।
সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথির ওয়াজ পেশ করেন সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, ইকরছই মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, কামাল বাজার মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব একেএম মনোহর আলী, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, হুলিয়াপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নরুল ইসলাম পারবেজ প্রমুখ।