ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে শামছুল উলামা আল্লামা ফুলতলী (রহ:) এর ১৩তম ইছালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা, তাজবীদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সোমবার ২৫ জানুয়ারী বাদ জোহর স্হানীয় উপজেলার ছায়াঘর সমাজসেবা সংস্হার উদ্যোগে এ আলোচনা সভা, তাজবীদ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
বিশ্বনাথ ছায়াঘর সমাজসেবা সংস্থার সহ- সভাপতি হাফিজ সামসুল ইসলাম এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির।
আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ লোকমান আহমেদ, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীয সভাপতি মাওলানা আব্দুল মুকতাদির ফয়সাল, সাধারণ সম্পাদক মাওলানা আশিক সাঈদ, বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এর ধর্ম শিক্ষক মাওলানা তৈয়ব হোসেন, ছায়াঘর সমাজসেবা সংস্থার সভাপতি হাফিজ লাহিন মিয়া।
আরও উপস্থিত ছিলেন ছায়াঘর সমাজসেবা সংস্থার সকল সদস্যবৃন্দ এবং বিশ্বনাথ কামিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্রবৃন্দসহ প্রমুখ।