নিজস্ব প্রতিবেদকঃ
আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার ৭ এপ্রিল ২০২৪ সিলেটের বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামে এলাকায় দুঃস্থ মানুষের মাঝে আর -রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার উদ্যোগে আনুষ্ঠানিক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আবুল লেইছ।
অনুষ্ঠানে এলাহাবাদ আলিম মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হরমুজ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আর-রাহমান এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার সেক্রেটারি আব্দুল মালিক। বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল আলী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল কাদির। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গী বিতরণ করেন।