সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ সিলেট থেকেঃ বিশ্বনাথে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গোপনে পালিয়ে আসা আবু তাহের নামের এক রোহিঙ্গা যুবক আটক।
আজ (১৫ মার্চ) সোমবার বাদ মাগরিব বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া মাদানীয়া মাদ্রাসা মসজিদে নামাজ পড়ে সাহায্য তুলার সময় তাকে মুসল্লিরা হাতনাতে আটক করেন।এবং পরে বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী জামাল উদ্দিনের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।
সে মায়ানমারের আকিয়া জেলার মন্ডু খানার শিলখালী গ্রামের আবুল হোসেনের পুত্র।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা জানান,পালিয়ে আসা এই রোহিঙ্গা যুবককে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।