বিশ্বনাথ প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এর আনারস মার্কার সমর্থনে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ এপ্রিল বাদ আছর বিশ্বনাথ উপজেলা ৪ নং রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর পরিচালনায় মেম্বার জামাল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার খা্ঁন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার সানুর আহমদ, মনোহরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি রমজান আলী, পালেরচক গ্রামের বিশিষ্ট মুরব্বি সাইফুল ইসলাম, রামচন্দ্র পুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী ওয়ারিছ আলী, দোহাল গ্রামের বিশিষ্ট মুরব্বি ইলিয়াস আলী,আশুগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
এ-সময় উপস্থিত ছিলেন, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন।
লামাকাজি ইউনিয়ন পরিষদের বর্তমান ১ নং ওয়ার্ড মেম্বার জসিম মিয়া, ২ নং ওয়ার্ড মেম্বার আফজল হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার প্রতাব পাল, ৪ নং ওয়ার্ড মেম্বার সানুর আলী, ৫ নং ওয়ার্ড মেম্বার চমক আলী,৷ ৯ নং ওয়ার্ড মেম্বার জিসু বাবু।
আরো উপস্থিত ছিলেন, আশুগঞ্জ বাজার এলাকার সামাজিক ও রাজনৈতিক সংগঠনে নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনী মতবিনিময় সভায় এলাকাবাসী বিপুল ভোটে এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এর আনারস প্রতীকে ৮ মে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।