বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার অসুস্থ সাংবাদিক সফিকুল ইসলামকে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আজ ১৯ মার্চ ২০২২ ইং রোজ শনিবার বিকেলে অসুস্থ সাংবাদিক সফিকুল ইসলামের নিজ বাসভবন উপজেলার পুরানগাও গ্রামে উপস্থিত হন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট প্রাবন্ধিক মিজানুর রহমান মিজান, সাংবাদিক সমুজ আহমদ সায়মন ও এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ সায়েস্তা মিয়া।
এসময় অসুস্থ সাংবাদিক সফিকুল ইসলামের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন নেতৃবৃন্দ। এবং যুক্ত প্রবাসী, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর পৃষ্ঠপোষক গোলাম শাহ নেওয়াজ শিবলু’র পক্ষ থেকে সামান্য উপহার প্রদান করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সফিকুল ইসলাম দীর্ঘ আড়াই মাস যাবৎ গলা ও পেটের ব্যথা জনিত রোগ নিয়ে শয্যাশায়ী রয়েছেন। আর্থিক সমস্যা ও তদারকির দায়িত্ব পালন করার মত নিয়মিত তার পাশে কেউ না থাকার কারণে চিকিৎসা গ্রহন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন।
অসুস্থ সফিকুল ইসলাম তিনি দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের নিকট সুস্থতা জন্য দোয়ার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply