বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে অজ্ঞাত হামলায় রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের মনিরুজ্জামান লিলু মিয়া(৪৮) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত লিলু মিয়া স্থানীয় বৈরাগী বাজারের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা এবং নওধার (পূর্ব পাড়া) গ্রামের আরজু মিয়ার পুত্র। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
বুধবার (১৪ অগাস্ট) সন্ধ্যা পর এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে পরবর্তীতে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশের সরতহাল রিপোর্টের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানা যায়নি। হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার স্থান পরিদর্শন করেন। ঘটনার সুত্রপাত ও রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানা ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী।