মো. আব্দুল কাইয়ুম , বিশ্বনাথ থেকেঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৭ জুলাই ২০২৩ ইং তারিখে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।
উপজেলার ৫ টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র ৩ প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী ২ প্রার্থী নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ৩ প্রার্থীর মধ্যে রয়েছেন ৩ নং অলংকারী ইউনিয়নে ঘোড়া প্রতিকে আতিকুর রহমান লিটন, ৫ নং দৌলতপুর ইউনিয়নে চশমা প্রতীকে হাফিজ আরব খান ও ৬ নং বিশ্বনাথ সদর ইউনিয়নে আনারস প্রতীকে দয়াল উদ্দিন তালুকদার ।আওয়ামীলীগের বিদ্রোহী ২ জন প্রার্থীর মধ্যে ৪ নং রামপাশা ইউনিয়নে আনারস প্রতীকে ফকির মোঃ ইমাম উদ্দিন, ৭ নং দেওকলস ইউনিয়নে আনারস প্রতীকে মোঃ ফখরুল ইসলাম মতছিন বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে নির্বাচিত হয়েছেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সকাল ৮ ঘটিকায় শুরু হয়ে একটানা বিকেল ৪ ঘটিকা পর্যন্ত চলে। কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের বেসরকারি ভাবে ফলাফল প্রকাশ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গোলাম সারওয়ার।
বিশ্বনাথের ৫ ইউপিতে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন
অলংকারী ইউনিয়ন :
১. আতিকুর রহমান লিটন (ঘোড়া) ৪৭২৮ ভোট
২. শাহ তাজুল ইসলাম মাইকেল (নৌকা) ৭৩৪ ভোট
৩. নাজমুল ইসলাম রুহেল (চশমা) ৩৯৪১ ভোট
৪. চেরাগ আলী (মোটর সাইকেল) ৪৬ ভোট
৫. কামাল আহমদ (আনারস) ৬৭৪ ভোট
রামপাশা ইউনিয়ন :
১.আজিজুর রহমান (ঘোড়া) ৩৪৫৬
২. ফকির ইমাম উদ্দিন (আনারস) ৫৮৮৬ ভোট
৩ বশির আহমদ (চশমা) ৫৭৮০ ভোট
৪. আরব আলী (নৌকা) ১৫০৫
দৌলতপুর ইউনিয়ন :
১. ওয়াহাব আলী (নৌকা) ২৪১১ ভোট
২. হাফেজ আরব খান (চশমা) ৮৮৬৭ ভোট
বিশ্বনাথ ইউনিয়ন :
১. আবদুল জলিল হিরন মিয়া (নৌকা) ১২৮০ ভোট
২. দয়াল উদ্দিন তালুকদার (আনারস) ৩৮৩৪ ভোট
৩. মুহি উদ্দিন পলাশ (মোটর সাইকেল) ৮৪২ ভোট
দেওকলস ইউনিয়ন :
১. ফখরুল আহমদ মতসীন (আনারস) ২৭০৩ ভোট
২. এইচএম আখতার ফারুক পেয়েছেন ২৩১৬ ভোট
৩. আবুল কালাম জুয়েল (নৌকা) ১৯৫৭ ভোট
৪. খায়রুল আমিন আজাদ (অটোরিকশা) ১৩৩৩ ভোট
৫. হাবিবুর রহমান (দেওয়াল ঘড়ি) ৩৫৩ ভোট
৬. এম আর টুনু তালুকদার (ঘোড়া) ৩২৫ ভোট
৭. মমতাজ বেগম (রজনীগন্ধা) ১২ ভোট