বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নবীন প্রবীণ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্রে নতুন ও নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও রয়েছে চোখে পড়ার মত।
৫ টি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের মনোনীত বিশ্বনাথ ইউনিয়নে মোঃ আব্দুল জলিল হিরন, দৌলতপুর ইউনিয়নে মোঃ ওয়াহাব আলী, রামপাশা ইউনিয়নে আরব আলী, অলংকারী ইউনিয়নে শাহ তাজুল ইসলাম মাইকেল, দেওকলস ইউনিয়নে আবুল কালাম জুয়েল নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে প্রতিটি ইউনিয়নে একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্বাচনের মাঠে। বিকেল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে ভোট গণনার কাজ শুরু হবে। নির্বাচনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কর্মী সমর্থকেরা বৃদ্ধ ও নারী ভোটারদের নিয়ে কেন্দ্র কেন্দ্রে অবস্থান করছেন এমনটি দেখা গেছে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ।