1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে মিলাদুন্নবী পালন  বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংসদিবস উপলক্ষে মানববন্ধন ইউসিবি ব্যাংকের লোহাগড়া উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য দীর্ঘকালের : কাইয়ুম চৌধুরী বিশ্বনাথে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু  দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ছাত্র পরিষদ গঠন
শিরোনাম
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে মিলাদুন্নবী পালন  বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংসদিবস উপলক্ষে মানববন্ধন ইউসিবি ব্যাংকের লোহাগড়া উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য দীর্ঘকালের : কাইয়ুম চৌধুরী বিশ্বনাথে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু  দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ছাত্র পরিষদ গঠন কোম্পানীগঞ্জে পর্যটন দিবস পালিত বিশ্বনাথে চারিগ্রাম তালামীযের মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন  ভারতে মহানবী (সাঃ) অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ সমাবেশ নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান নবী মুহাম্মদ (সা.)–কে অবমাননা করায় বিজ্ঞানী জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পরিবার

বিশ্বনাথের ২৫টি দুর্গা মন্ডপ ঝুকিপূর্ণ : প্রস্তুতি সম্পন্ন 

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

বিশ্বনাথ থেকে আব্দুল কাইয়ুমঃ

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিশ্বনাথে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা জুড়ে এবার ২৫ টি মন্ডপে পুজা উদযাপন হবে বলে জানা গেছে। 

আজ শুক্রবার হতে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পূজা ২৪শে অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দেশের অন্যান্য এলাকার ন্যায় বিশ্বনাথের ৮টি ইউনিয়নে উদযাপিত হবে।

২৫ টি পুজা মন্ডপের মধ্যে ২৩ টি মন্ডপ সার্বজনীন ও ২ টি ব্যাক্তিগত মন্ডপ রয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দেব ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ।

বিশ্বনাথ থানা সুত্রে জানা গেছে, উপজেলার ২৫ টি পুজামন্ডপই ঝুকিপূর্ণ। বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিশ্বনাথ থানা পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন করতে থানা পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা, রিজার্ভ ফোর্স সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এমন তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম। 

উপজেলার মোট ২৫টি পুজা মন্ডপের মধ্যে ১নং লামাকাজী ইউনিয়নে ৩টি, খাজাঞ্চি ইউনিয়নে ৩টি, অলংকারি ইউনিয়নে ২টি, রামপাশা ইউনিয়নে ১টি, দৌলতপুর ইউনিয়নে ৩টি, বিশ্বনাথ সদর ইউনিয়নে ৫ টি, দেওকলস ইউনিয়নে ২টি, দশঘর ইউনিয়নে ৪টি সার্বজনীন পুজা মন্ডপ রয়েছে। এছাড়া উপজেলার লামাকাজী ইউনিয়নে ১টি ও বিশ্বনাথ সদর ইউনিয়নে ১ টি ব্যাক্তিগত পুজা মন্ডপের তালিকা পাওয়া গেছে। 

উপজেলার শিব ও দুর্গা বাড়ি পুজা উদযাপন পরিষদ দিঘলী মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ, চন্দ গ্রামের ত্রী-নয়নী পুজা উদযাপন পরিষদের চন্দ গ্রামের মন্ডপ, বৃন্দাবন জিউর আশ্রম পুজা উদযাপন পরিষদ বৈরাগী বাজার সংলগ্ন মন্ডপ, বিশ্বনাথ সদর পুজা উদযাপন পরিষদ বিশ্বনাথ পুরানবাজার মন্ডপ, রাধা গোবিন্দ যুব সংঘ পূজা উদযাপন পরিষদ বিশ্বনাথ নতুন বাজার মন্ডপ,  শনি মন্দির সার্বজনীন পুজা উদযাপন পরিষদ বিশ্বনাথ থানা সম্মুখ মন্ডপ ও জানাইয়া পুজা উদযাপন পরিষদের পুজা মন্ডপ, কালিবাড়ি পুজা উদযাপন পরিষদের কালিগঞ্জ বাজার মন্ডপ, কালিজুরি পুজা উদযাপন পরিষদের কালিজুরি মন্ডপ অধিক ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

এছাড়া সাধারণ ঝুকিপূর্ণ অবস্থানে রয়েছে যে সকল মন্ডপ, সেগুলো হল একতা যুবসংঘ পুজা উদযাপন পরিষদ মন্ডপ দিঘলী, সুরমা বহুমুখী পুজা উদযাপন পরিষদের মন্ডপ দিঘলী, সুর্যদয় সনাতন সংঘ পুজা উদযাপন পরিষদ মদনপুর, নোয়ারাই,  চন্দ গ্রাম বৈদ্যপাড়া সার্বজনীন পুজা উদযাপন পরিষদ মন্ডপ, কৃপাখালি পুজা উদযাপন পরিষদ মন্ডপ, রামাইচক পুজা উদযাপন পরিষদ মন্ডপ, চরচন্ডি পুজা উদযাপন পরিষদ মন্ডপ, পশ্চিম গাঁও পুজা উদযাপন পরিষদ ১ ও ২ মন্ডপ, বিশ্বরূপ মডেল মন্দির পুজা উদযাপন পরিষদ মন্ডপ, রাধা-কৃষ্ণ সংঘ পূজা উদযাপন পরিষদ মন্ডপ, দশঘর পশ্চিম পাড়া পুজা উদযাপন পরিষদ মন্ডপ, হরিনাম সংঘ পুজা উদযাপন পরিষদ মন্ডপ, বাউসি পুজা উদযাপন পরিষদ মন্ডপ, দিঘলী পুজা মন্ডপ ও ভোগশাইল পুজা মন্ডপ। 

শান্তিপূর্ণ ভাবে পুজা উদযাপন ও যে কোন ধরনের যোগাযোগের জন্য ১৫ সদস্য বিশিষ্ট  একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেলের সভাপতির সুণীল কান্তি দেবের মোবাইল নং ০১৭১২১৪৮১৪২ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাসের মোবাইল নাম্বার ০১৭১১-৫৭২৮৫০ এ যোগাযোগ করা যাবে।

মনিটরিং সেলের সভাপতি সুণীল কান্তি দেব আশা প্রকাশ করে বলেন, অতীতের ন্যায় এবার ও শান্তি, সম্প্রতি বজায় রেখে নির্বিঘ্নে আমরা পুজা উদযাপন করতে পারব। তিনি আরো বলেন, বিশ্বনাথ বাসী সবসময় সম্প্রতির বন্ধনে আবদ্ধ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না এটা প্রত্যাশা করি। 

বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার জানিয়েছেন, পুজাকে কেন্দ্র করে কেউ যাথে কোন ফায়দা ও বিশৃঙ্খলা তৈরি না করতে পারে সে দিকে লক্ষ্য রেখে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার পুজামন্ডপ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews