নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছে দরিদ্র বিমোচন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে সংস্থার সভাপতি জনাব এইচ এম আরশ আলীর সভাপতিত্বে, সংস্থার সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুকিদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার সিনিয়র সদস্য সাদিকুর রহমান। বক্তব্য রাখেন সংস্থার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, সংস্থার সহ সাধারণ সম্পাদক আবু তাহের মিসবাহ, অতিথি মুহিন আহমেদ নেপুর, সংস্থার সহ সভাপতি নিজাম উদ্দীন, সহ সভাপতি জনাব শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মাষ্টার জনাব আনোয়ার হোসেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব কবি জনাব এনামুল হক, সমাজ সেবক জনাব মনোহর আলী, উপদেষ্টা জনাব নজরুল ইসলাম হান্দু মিয়া, সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদান করেন সৌদি আরব রিয়াদের বিশিষ্ট ব্যাবসায়ী সংস্থার সহ-সভাপতি কামাল বিন মদরিছ তিনি তাঁর বক্তৃতায় গরীব অসহায় মানুষের মৃত্যু হলে তাঁর দাপন কাপনের আর্থিক অসুবিধা হলে তিনি সংস্থার মাধ্যমে দাফন কাপনের ব্যবস্থা করবেন বলে ঘোষণা করেন। এছাড়া তিনি দুইটি সেলাই মেশিন উক্ত অনুষ্ঠানে দান করেন। যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব শামিম আহমেদ, যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদান করেন কাউন্সিলর আশরাফ মিয়া, যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন সিঙ্গেরকাছ দরিদ্র বিমোচন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জননেতা হাফিজ আতাউর রহমান। তিনি তাঁর বক্তৃতায় উপস্থিত সকল অতিথি বৃন্দসহ সকলকে ধন্যবাদ জানান ও মেশিন গ্রহণকারি সকল মহিলাদেরকে শুভ কামনা জানান।যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদান করেন সংস্থার উপদেষ্টা প্রধান অতিথি যুক্তরাজ্য কিটলী টাউনের সাবেক মেয়র ফুলজার আহমেদ। সমাপনি বক্তব্য প্রদান করেন সংস্থার বার বার নির্বাচিত সফল সভাপতি জনাব এইচ এম আরশ আলী ও হাফিজ আতাউর রহমান। ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্য থেকে আশরাফ মিয়া, শামিম আহমেদ, লালন, আজিজুর প্রমুখ ব্যক্তিগন সম্পৃক্ত হন।