বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামের শাহে কদমি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ অক্টোবর ২৩ ইং বৃহস্পতিবার বাদ জোহর থেকে মধ্যেরাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে মানবতার মুক্তির সনদ, বিশ্বনবীর হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আগমনের তাৎপর্য শীর্ষক উক্ত আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ নুর আহমদ সাজুরের সভাপতিত্বে ও হাফিজ সাহেল আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা হরমুজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি স্কলার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা সুনামগঞ্জী, বিশ্বনাথ বড়তলা মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, শিংছাপইড় মাদ্রাসার শিক্ষক মাওলানা মশকুল হোসাইন, মাওলানা আব্দুল হালিম, প্রয়াগমহল নতুন মসজিদের ইমাম নাসির উদ্দীন, পাকিছিরি নতুন জামে মসজিদের ইমাম লিয়াকত আলী ও ক্বারি আব্দুর রহিম কান্দিগাঁও।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আব্দুন নূর মেম্বার ভোলাগঞ্জ, মাস্টার আনছব আলী আল কদমি, বুরহান উদ্দিন আল কদমি জাউয়া আবিদপুর ছাতক, সাহাব উদ্দিন শ্রীপুর দোয়ারা, আব্দুল মান্নান মজলিস পুর, বাদশা মিয়া সদুর গাঁও, আজর আলী, সামছুদ্দিন আহমদ, আব্দুল মালিক রায়পুর, আক্রম আলী, আরশ আলী, গৌছ আলী রাজাপুর বিশ্বনাথ।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য সোনাফর আলী, মোজাম্মিল আলী, মুরব্বি কছির আলী, নুরুজ আলী, মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য ও ভুমিদাতা সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, বিলাল আহমদ, হেলাল আহমদ, ছমরু মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, মাহা আলম, খছরু মিয়া, ইছমত আলী, জামাল আহমদ, মাসুক মিয়া, শামসাদ মিয়া, ওয়াছির মিয়া, হাসান আহমদ, সাদিক আহমদ, আজির উদ্দিন, জুবেল আহমদ, মশাহিদ আলী, আকবর আলী ও এলাকার মুরব্বি, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আলোচনা শেষে মুসলিম উম্মাহ ও দেশ জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুহতামিম হাফিজ নুর আহমদ সাজুর।