আব্দুল হালিম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি: সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে সম্প্রতি বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার নিমিত্তে এলাকা পরিদর্শন করেছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি ।
এসময় তিনি রাজাপুর, আকিল পুর, রসুলপুর, শাখারীকোনা, মুন্সীর গাঁও , সোনাপুর, নোয়াগাঁও, গ্রাম পরিদর্শন করেন এবং আকিলপুর, সোনাপুর , নোয়াগাঁও এবং মুন্সীর গাঁও এ পৃথক পৃথক মতবিনিময় পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন সকল কিছুর উর্ধ্বে উটে অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই ।
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এ্যাডভোকেট মো: নুরুজ্জামানের সভাপতিত্বে ইউ/পি সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় সোনাপুর গ্রামে, নুর উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ইউসুফ শাহানের পরিচালনায় নোয়াগাঁও গ্রামে , তাজ উদ্দিনের সভাপতিত্বে আজাদ হোসেনের পরিচালনায় শাখারীকোনা গ্রামে, লালা মিয়া চেয়ারম্যানের ( সাবেক ) সভাপতিত্বে সেকুল ইসলাম আফিকের পরিচালনায় আকিলপুর গ্রামে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৭ নং ওয়ার্ডের সদস্য এনামুল হক এনাম, সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, প্রবীন শালিস ব্যক্তিত্ব শামছ উদ্দিন, সমাজ সেবক মো:আব্দুস শহিদ, সেবুল আহমদ , ইউ/পি সদস্য চমক আলী, হাফিজ কারী নূর মোহাম্মদ তালুকদার, মাওলানা আবু তায়িব মো: বেলাল ও সদরুল আলম নাহিস প্রমুখ ।