বিশ্বনাথ থেকে বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথের লামাকাজী বাজারের সিলেট সুনামগঞ্জ রোর্ডের পার্শ্বস্থ নীচবাজারে আজ ২৩ অক্টোবর বাদ জুম্মা ‘ব্রাদার্স স্পোটর্স এন্ড জেন্টস কর্ণার’র শুভ উদ্ভোধন করা হয়েছে।
উক্ত ব্রাদার্স স্পোটর্স এন্ড জেন্টস কর্ণারে যাবতীয় খেলনা সামগ্রী সহ পুরুষদের আধুনিক সকল প্রকার কাপড়ের খুচরা ও পাইকারী ক্রয়ের সু-ব্যবস্থা রয়েছে।
শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, সালিশ ব্যক্তিত্ব হাজী আছন মিয়া। উপস্থিত ছিলেন; সমাজসেবক ও রাজনীতিবিদ মঈনুল ইসলাম, সাবেক মেম্বার আইনুল হক, এশিয়ান এক্সপ্রেস ২৪ ডটকম অনলাইন নিউজপোর্টালের বার্তা সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সায়েস্তা মিয়া, মানবাধিকার কর্মী আবদাল হোসেন, মানবাধিকার কর্মী ও সিলেট জেলা জজকোর্ট আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সামজকর্মী নজরুল ইসলাম, জাবেদ আহমদ, মুফাচ্ছির মৌদুদ। ব্যবসায়ী জুনেদ আহমদ, আহমেদ লিটন, শাওন, আল-আমিন, আবুল হাসান প্রমুখ।
উদ্ভোধন অনুষ্ঠানের পূর্বে ব্রাদার্স স্পোটর্স এন্ড জেন্টস কর্ণারে প্রোপাইটর সাজন আহমদের উদ্যোগে লামাকাজী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ পরে ব্যবসায়ীক সফলতার উদ্দেশ্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।