ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট।
আজ শুক্রবার ১৬ জুলাই লামাকাজী নিচ বাজারে হাজার হাজার দেশী-বিদেশী গরু-ছাগল নিয়ে বিক্রেতারা আসছেন উপজেলার এ বাজারে।
বিক্রেতারা বলছেন, এ বছর পশু মোটাতাজা করায় অধিক খরচ হলেও গত বছরের চেয়ে কম দাম চাওয়া হচ্ছে। এরপরও ক্রেতারা দাম শুনে চলে যাচ্ছেন। এতে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
অন্যদিকে ক্রেতাদের ভাষ্য, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ অনুযায়ী গরু-ছাগল কিনতে হিমশিম খাচ্ছেন তারা।
আজকে পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকার বিভিন্ন প্রান্থ থেকে বাজারে বিপুল পরিমাণ গরু, ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছেন বিক্রেতারা।
কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ও মাস্ক পরতে অনেকের অনিহা, তবে কিছু কিছু ক্রেতা বিক্রেতা আবার মাস্ক ও স্বাস্হ্য বিধি মেনে চলে বেচাকেনা করতে দেখা গেছে।
উল্লেখ্য: সপ্তাহে প্রতি সোমবার, শুক্রবার ও বোধবারে লামাকাজী বাজারে গরু ছাগলের হাট বসে।