বিশ্বনাথ প্রতিনিধি:
জালালীয়া লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা,প্রতাপ পুর,বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র্যালী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করছেন আজ মসজিদে,মাদ্রাসায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ,র্যালী,মিলাদ,দোয়া,আলোচনা সভা,কোরআন খতম ও জিকির আজগারের মধ্য দিয়ে ১২ই রবিউল আউয়াল মহানবী (সাঃ)এর জন্মদিন পালন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
সোমবার, (১৬ই সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী র্যালী বের করে প্রতাপপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে,মাওলানা মুবাশ্বির আলী প্রতাপপুরী হুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সৎপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম, হামদর চক পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবু হাসনাত, হামদর চক পশ্চিম পড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল কাদির,রায়পুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ জামাল উদ্দিন,ইবতেদায়ী শাখার প্রধান ক্বারী কামাল উদ্দিন,সহকারী শিক্ষক কে এম মাহবুবুর রহমান, মাদ্রাসার ক্যাশিয়ার মো:জামাল উদ্দিন,মো:আব্দুল রাজ্জাক, উস্তার আলী, সাইম উদ্দিনসহ এলাকাবাসী।