বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ঐতিহ্যবাহী পাহাড়পুর গ্রামে ১৫ফেব্রুয়ারী বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
যুক্তরাজ্যের ডরসেটের স্থায়ী বাসিন্দা, বিশ্বনাথে কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ সেবক, এস এম এস মিডিয়া লিঃ এর চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা, খাজাঞ্চি ইউনিয়নের ছাত্রলীগের প্রতিষ্টাকালীন সভাপতি আহমদ সেলিমের প্রতিষ্ঠিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র আয়োজনে ও পাহাড় পুড় গ্রাম বাসীর উদ্যোগে, সম্পন্ন হয়েছে এ মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আঞ্জুমানে তালিমুল কোরআন বোর্ড পাহাড় পুর শাখা ও পাহাড়পুর জামে মসজিদ কমিটির সভাপতি, পাহাড় পুর গ্রামের বিশিষ্ট মুরব্বী, সালিশ ব্যক্তিত্ব, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউকে’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি, সমাজ সেবক হাজী মোঃ তেরা মিয়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদী। প্রধান বক্তার বয়ান পেশ করেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আমজাদ হোসাইন আশরাফী প্রমুখ।
উক্ত ওয়াজ মাহফিলে সুন্দর ও দ্বীনি আকিদায় মুসলিম নারী-পুরুষের জীবন কর্ম পরিচালনার তাগিদ দিয়ে বক্তারা বলেন সামাজিক অবক্ষয় রোধে ইসলামী ওয়াজ মাহফিলের বিকল্প আর কিছু নেই।
আয়োজক কমিটির পক্ষ থেকে আল্লাহর শোকর গোজার করে আয়োজক, উদ্যোক্তা, এবং যারা সংশ্লিষ্ট ভাবে জড়িত ও মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সফল ও সার্থক করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করেছেন।