1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লালমনিরহাট হাতিবান্ধা শালবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক- ৬ কাশ্মীরে ২ জঙ্গি নিহত, অস্ত্রভান্ডারের সন্ধান, ভোট গণনার আগে উদ্বেগ  লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বিশ্বনাথে চিকিৎসাধীন অটো চালক ইজাজ মারা গেছেন নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে মিলাদুন্নবী পালন  বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংসদিবস উপলক্ষে মানববন্ধন ইউসিবি ব্যাংকের লোহাগড়া উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক
শিরোনাম
লালমনিরহাট হাতিবান্ধা শালবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক- ৬ কাশ্মীরে ২ জঙ্গি নিহত, অস্ত্রভান্ডারের সন্ধান, ভোট গণনার আগে উদ্বেগ  লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বিশ্বনাথে চিকিৎসাধীন অটো চালক ইজাজ মারা গেছেন নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে মিলাদুন্নবী পালন  বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংসদিবস উপলক্ষে মানববন্ধন ইউসিবি ব্যাংকের লোহাগড়া উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য দীর্ঘকালের : কাইয়ুম চৌধুরী বিশ্বনাথে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু  দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ছাত্র পরিষদ গঠন কোম্পানীগঞ্জে পর্যটন দিবস পালিত

বিশ্বনাথের দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান মতছিন কারাগারে

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২৩ Time View

বিশ্বনাথ প্রতিনিধি ::

সিলেটের বিশ্বনাথে টাকা আত্মসাতের অভিযোগে একাধিক চেক ডিসঅনার মামলায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম মতছিনকে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গতকাল ফখরুল ইসলাম মতছিনকে এলিট ফোর্স র্যাপিড একশন ব্যাটালিয়ন RAB সিলেট বিভাগের বাহির থেকে গ্রেফতার করে বলে সূত্র থেকে জানানো হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি পলাতক ছিলেন।

গত বছর সহ পূর্বের সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে,

মতছিনের বিরুদ্ধে নিজ বিশ্বনাথ থানাতেই তিনটি গ্রেফতারী (ওয়ারেন্টভুক্ত)
আদেশ রয়েছে। এছাড়াও অন্য থানাতেও মামলা আছে তার নামে।

ফখরুল ইসলাম মতছিন (৫০) এর বিরুদ্ধে ১৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ২০১৬ সালের ৯ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার শাহাজিরগাঁও গ্রামের আওলাদ আলীর পুত্র সেলিম মিয়া। দায়রা ৪৭৭/২০১৭ইং (বিশ্বনাথ সি.আর মামলা নং-৩৩৬/২০১৬ইং)। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে তার (মতছিন) বিরুদ্ধে ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন ওসমানীনগর উপজেলার রুঙ্গিঁয়া গ্রামের মৃত শেখ আজহার আলীর পুত্র শেখ মোঃ আব্দুর রউফ। দায়রা মামলা নং- ৫৪৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-২৫/২০১৭ইং)। একই আদালতে ২০১৭ সালের ১২ মার্চ তার (মতছিন) বিরুদ্ধে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা দায়ের করেন শেখ মোঃ আব্দুর রউফ। দায়রা নং ৫৯৪/২০১৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-৫২/২০১৭ইং)।

দায়রা ৪৭৭/২০১৭ (বিশ্বনাথ সি.আর-১৮৩) মামলার বিচারকার্য শেষে গত ১৫ জানুয়ারি রায় প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ (৫ম আদালত, সিলেট) সাবেরা সুলতানা খানম। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ১বছরের সশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ১৪ লাখ ৮০ হাজার টাকার টাকা জরিমানা দন্ডে দন্ডিত এবং জরিমানার টাকা আদায় সাপেক্ষে সমুদয় অর্থ বাদিকে প্রদানের নির্দেশ প্রদান করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

এর আগে ২০১৭ সালের ১৩ আগস্ট দায়রা ৫৯৪/২০১৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-৫২) মামলার রায় প্রদান করেন আদালত। সিলেট অতিরিক্ত আদালতের যুগ্ম দায়রা জজ বেগম ফারহানা ইয়াছমিন। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ৮মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত দেড় লাখ টাকার টাকা দ্বিগুন টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

একই বছরের ২১ আগস্ট দায়রা ৫৪৭ নং (ওসমানীনগর সি.আর মামলা নং-২৫/২০১৭ইং) মামলার রায় প্রদান করেন যুগ্ম দায়রা জজ (৩য় আদালত, সিলেট) মো. সাহেদুল করিম। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ১ লাখ টাকার টাকা দ্বিগুন টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন আদালত।

উক্ত মামলাদ্বয়ের রায় প্রদানের পর থেকে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক রয়েছেন বলে বাদি পক্ষের আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট রাখাল চন্দ্র দাস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (আজ শুক্রবার ৩ মার্চ ২০২৩) ফখরুল ইসলাম মতছিন সিলেট কারাগারে আটক আছেন বলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ও থানা প্রশাসন কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews