সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন সর্বত্র সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সহ অজো পাড়া গাঁয়ের দোকানেও সর্বত্র একটাই আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে হবেন আগামী দিনের চেয়ারম্যান? কারা নতুন করে রচনা করবেন স্বপ্নীল ইতিহাস? এ নিয়ে দুটি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। গতকাল ১৮ ডিসেম্বর ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনায় সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ও লামাকাজী আসায় সম্ভাব্য প্রার্থীদের দৌড় শুরু হয়ে গেছে।পাশাপাশি ভোটার ও মানুষের মনে আনন্দের বন্যা বইছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়ের গতি আরো বাড়িয়েছেন।রাতভর সোস্যাল মিডিয়ায় সালাম ও শুভেচ্ছা বিনিময় করছেন। উঠান বৈঠকের মতো বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা।ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন আরে একধাপ।দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং শুরু করতে ভুলেননি তারা।
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব আরশ আলী গনি,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর,স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কয়েছ মিয়া,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান সুইট,সমাজ সেবক মোহাম্মদ জামাল উদ্দিন রেজা,,যুবদল নেতা শরিফ আহমদ রাজু।
লামাকাজী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন,বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল মজীদের পুত্র উপজেলা আওয়ামীলীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল হোসেন,ডাঃ শাহনুর হোসেন,বর্তমান মেম্বার ফয়ছল আহমদ। এ দুটি ইউনিয়নে ভোট গ্রহণ ৩১ শে জানুয়ারি ২০২২।
তবে চুড়ান্ত মনোনয়নের উপর নির্ভর করছে এ দুটি ইউনিয়নে প্রার্থী হিসেবে কারা থাকছেন নির্বাচনের মাঠে।
Leave a Reply