বিশ্বনাথ থেকে ফারুক আহমদ: রাত পোহালেই সিলেট জেলার বিশ্বনাথের ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন।
দীর্ঘ ১৭ বছর পর আইনি জটিলতা কাটিয়ে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিন দলের অংশগ্রহণে সরগরম দশঘর ইউনিয়ন, নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা।
মূলত আসল লড়াই হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সাথে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সঙ্গে। ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার।
নির্বাচনে ৬৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ লড়াই হবে ধানের শীষ ও নৌকার মধ্যে।
ক্ষমতাশীন আওয়ামী লীগের নৌকার কান্ডারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ জবেদুর রহমান।
বিএনপির ভোট ব্যাংক খ্যাত উপজেলা হলো বিশ্বনাথ, আর সেইস্তানে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খাঁন।
লড়াই করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আবদুল মান্নান।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে (বিদ্রোহী আওয়ামী লীগ) ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামছু মিয়া লয়লুছ,
এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন (বিদ্রোহী বিএনপি) আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসেবে ১১ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৯ জন নির্বাচনে লড়ছেন।
অত্র ইউনিয়নে ১৪ হাজার ১১৮ ভোটারের মধ্যে ৭ হাজার ২৯ জন পুরুষ ভোটার এবং ৬ হাজার ৯০৯ জন মহিলা ভোটারা বৃহস্পতিবার (২৯শে অক্টোবর ২০২০ইং )
১০টি ভোটকেন্দ্রে ৪৫টি ভোটকক্ষে ভোট দেবেন।
দীর্ঘদিন ১৭ বছর পর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এরমধ্যে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী প্রচারণায় কোমর বেঁধে মাঠে নেমেছেন তিন দলের জেলা ও উপজেলার শীর্ষ নেতারা। নির্বাচনে ৫ প্রার্থী অংশ নিলেও ভোটাররা দলীয় প্রতীককেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা মনে করছেন শেষ লড়াই বিএনপি-আওয়ামী লীগ- প্রতীক ধান ও নৌকার মধ্যে হবে। সুখে দু:খে যাকে পাশে পাবো ভোট থাকেই দিবো এরকম মন্তব্য ও শুনা যায় । তবে শেষ হাঁসি কার সেজন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার ভোট গণনা পর্যন্ত।