বিশ্বনাথ প্রতিনিধিঃ চলতি বছরে শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
আজ ১৯/৭/২০২১ ইং নবনির্মিত ভবনের দু’তলার ছাদের ঢালাইয়ের কাজ সকাল থেকে শুরু হয়েছে। ঢালাইয়ের কাজ বিকাল ৪ঘটিকা নাগাদ শেষ হবে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে জোর তৎপরতায় নির্মাণ শ্রমিকরা ঢালাই কাজে নিয়োজিত রয়েছেন।
এসময় নির্মাণ কাজ পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার রমেন্দ্র নাথ রায়, মুরব্বি মনির উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া ও স্থানীয় নেতৃবৃন্দ।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত কর্মকর্তা আল-আমীন জানিয়েছেন আগামী মাসের মধ্যে নতুন ভবনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
Leave a Reply